লাস ভেগাসের সেই হামলাকারী স্টিফেন প্যাডকের সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ মেলেনি। পুলিশের খাতায় স্টিফেন প্যাডকের নাম ছিল না। তিনি মানসিক রোগীও নন। নেভাডায় বান্ধবীর সঙ্গে অবসরজীবন কাটাচ্ছিলেন। রিয়েল এস্টেটের ব্যবসা ভালই চলছিল। তাহলে স্টিফেন প্যাডক কেন মিউজিক ফেস্টিভ্যালে হত্যালীলা চালালেন সেই প্রশ্নই এখন সবার মনে।
উত্তর খুঁজতেই বেরিয়ে এসেছে অতীতের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, স্টিফেনের বাবা বেঞ্জামিন হসকিনস প্যাডক ব্যাংক ডাকাতির আসামি ছিলেন। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীদের তালিকায় তার নাম ছিল। ব্যাংক ডাকাতির ঘটনায় জেল হয় তার। সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই, ১৯৬৯ সালে জেল থেকে পালান। সন্ধান চালিয়ে ১৯৭৮ সালে অরিগন থেকে তাকে ফের গ্রেফতার করে এফবিআই।
এমন বাবার ‘গুণধর’ ছেলে স্টিফেন রবিবার রাতে লাস ভেগাসের মিউজিক ফেস্টিভ্যালে হামলা চালিয়ে ৫৮ জনকে খুন করেছেন। আহত ৫২৭। নেভেডা ও ম্যাসকুইটে স্টিফেন প্যাডকের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গোলাগুলি বাজেয়াপ্ত করেছে। এছড়াও গাড়িতে লুকোনো ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। মান্দালয় বে রিসর্টের যে ঘরে স্টিফেন ছিলেন, সেখান থেকে ২৩টি আগ্নেয়াস্ত্র আর প্রচুর কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে ‘দাদার কীর্তি’ শুনে বিস্মিত স্টিফেনের ভাই এরিক প্যাডক। রবিবার রাতের ঘটনায় জোর ধাক্কা খেয়েছেন তিনি। তিনি জানান, আমার বড় ভাই কেন এমন মারমুখী হয়ে উঠলেন, তা তার জানা নেই। এরিকের মতোই ঘটনায় অবাক স্টিফেন আর মেরিলু ড্যানলির প্রতিবেশীরা।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর