ভারতে হিন্দুত্ব বিরোধী পোস্ট একের পর এক বাতিল করছে ফেসবুক। ফেসবুকের কয়েকদিনের কর্মকাণ্ড সেরকমই ইঙ্গিত করছে৷ শুধু হিন্দুত্ব বিরোধী কোনও লেখাই নয়, বিজেপি বিরোধী যে কোনও পোস্টও বাতিল করছে জনপ্রিয় এই সোশ্যাল সাইট৷ ফলে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয়েছে ফেসবুক কর্তৃপক্ষকে৷
ঘটনার সূত্রপাত ২৬ সেপ্টেম্বর থেকে৷ ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আনাস তার ফেসবুক পেজে একটি বিজেপি বিরোধী পোস্ট করেন৷ সেই পোস্টে লেখা চিল ‘কমল কা ফুল হামারি ভুল’
তার অভিযোগ, এই পোস্ট দেওয়ার পর তার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়৷ তিনি তার পোস্টে লিখেছিলেন, ‘ব্যবসায়ীরা তাদের বিলে লিখছে, বিজেপিকে ভোট দেওয়াটা ছিল ভুল।’ সেই পোস্টের সমর্থনে মঙ্গলবার ওই বিলের একটি ছবিও প্রকাশ করেছিলেন।
আনাস তার ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টা দেখেন ফেসবুক থেকে একটি নোটিফিকেশন এসেছে তার জন্য৷ বলা হয়, তিনি ফেসবুকের নীতি নিয়ম পালন করছেন না৷ এ কারণে তার অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য ব্লক করা হচ্ছে৷
আনাস দাবি করেন, বিজেপি সরকারকে সমালোচনা করে দেওয়া একই ধরনের পোস্টগুলো ফেসবুক ব্লক করেছে। আনাসের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় অন্য সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করার জন্য ফেসবুকের সমালোচনা করেছেন।
তবে কোনও বিশেষ দলকে সমর্থন বা বিরোধিতা করার জন্য পোস্টগুলি তুলে নেওয়া হয়নি বলে জানাচ্ছে ফেসবুক৷ তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তারা৷ পোস্টগুলোতে ব্যক্তি বিশেষের ব্যক্তিগত তথ্য থাকায় এমনটা করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক৷ তবে বিষয়টি নিয়ে আরও আলোচনা চলবে বলে জানিয়েছে ফেসবুকের ভারতীয় শাখা৷
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর