পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে সমন পাঠিয়েছে ভারত৷সীমান্তে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার ফলে এক শিশুর মৃত্যু হয়েছে৷এ নিয়েই সমন পাঠানো হয়েছে বলে জানা গেছে৷
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, পুঞ্চ সেক্টরে ২ অক্টোবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান৷ ফল হিসেবে ৩ শিশুর মৃত্যু হয়৷ নাগরিকদের উপরে গুলি চালানো একেবারেই মেনে নেওয়া যায় না৷ এটি মানবতাবিরোধী৷ যুদ্ধবিরতি চুক্তি অনুসারে লাইন অফ কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমার উপার থেকে গুলি চালানো অনুচিত৷ তাই পাকিস্তানকে এই সমন পাঠানো হয়েছে।
২০১৭ সালে মোট ৫০৩ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷সর্বশেষ মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে শ্রীনগরের বিএসএফের ১৮২ নম্বর ব্যটেলিয়নের ছাউনিতে হামলা চালায় একদল জঙ্গি। গুলি ছুঁড়তে ছুঁড়তে সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে বিএসএফ সদস্যরা। প্রায় ৪৫ মিনিট বন্দুকযুদ্ধের পর সেনার আয়ত্বে চলে আসে জঙ্গিরা। প্রথমে দুই জঙ্গিকে হত্যা করে সেনা৷ পরে তিন নম্বর জঙ্গিকেও হত্যা করা হয়। এই ঘটনায় এক বিএসএফ সাব ইন্সপেক্টর নিহত হয়েছেন৷ একইসঙ্গে আহত হয়েছেন তিন বিএসএফ সদস্য৷
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন
বিডি প্রতিদিন/৪ অক্টোবর ২০১৭/হিমেল