ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী রাণী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস (৬৮) দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক সফর করবেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আয়োজিত নভেম্বর মাসের এ সফরে মিয়ানমার যাওয়ার কথাও ছিল তার।
কিন্তু বুধবার সম্ভাব্য দেশগুলোর তালিকায় থেকে মিয়ানমারকে বাদ দেয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বিতর্কের মুখে পড়েছে মিয়ানমার সরকার। এ বিষয়ে ব্রিটেন থেকে সরাসরি কিছু না বলা হলেও ধারণা করা হচ্ছে, এ জন্যই মিয়ানমার সফর করছেন না প্রিন্স চার্লস।
ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের প্রধান ফিলিপ ম্যালন বলেন, 'সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মাধ্যমে প্রিন্স চার্লসের সফর শুরু হবে।এরপর ভারত যাবেন তিনি।' সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৭/ফারজানা