এন্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরি করতে হাত মিলল ভারত ও ফ্রান্স। একইসঙ্গে এই প্রজেক্টে কাজ করছে ভারতের 'এল অ্যান্ড টি' আর ফ্রান্সের এমবিডিএ। যদিও ২০০৬ থেকে ভারতে কাজ করছে এই ফরাসি সংস্থা। তবে নতুন এই চুক্তি ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরি ক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, এই দুই সংস্থার চুক্তিতে যা তৈরি করা কথা রয়েছে, তা হল মিডিয়াম রেঞ্জ মিসাইল, ফিফথ জেনারেশন এন্টি-ট্যাংক গাইডেড মিসাইল। এর আগে ভারতীয় সেনাকে মিলান এটিজিএম দিয়েছিল ফরাসি এই সংস্থা। ফলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পরিচিত এরা।
প্রযুক্ত আদান-প্রদানের মাধ্যমে ভারতের সঙ্গে এটিজিএম-৫ তৈরি করতে চায় ফরাসি সংস্থা। যার রেঞ্জ হবে ১০ কিলোমিটার। হেলিকপ্টার থেকেও নিক্ষেপ করা যাবে এগুলো। বর্তমানে ভারতীয় সেনা যে মিলান এটিজিএম ব্যবহার করে তার রেঞ্জ ২ কিলোমিটার। আগামী ২০ বছরের মধ্যে ৪০,০০০ এন্টি ট্যাংক মিসাইল প্রয়োজন ভারতের।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৭/আরাফাত