‘ফুল পড়ে গেছে’ এই বাক্যটিকে ‘পুল পড়ে গেছে’ শুনেই গত ২৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ের এলফিনস্টোন স্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্ট হওয়ার দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। আবার ঘটনার পিছনে শর্ট সার্কিটের গুজবও থাকতে পারে।
মুম্বাইয়ের ওয়েস্টার্ন রেলওয়ে মঙ্গলবার থেকে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী প্যানেল এদিন দুই জখম যাত্রীর বয়ান নেয়। ১৯ বছরের আহত এক ছাত্রী তার বয়ানে বলেন, ওই দিন সকালে আচমকা এক ফুলবিক্রেতা চেঁচিয়ে ওঠেন, ‘ফুল পড়ে গেছে’ বলে। তিনি ব্রিজের উপরই ফুল বিক্রি করছিলেন।
সেই বাক্যই ‘পুল পড়ে গেছে’ শুনে ভুল করে হুড়োহুড়ি শুরু হয়। সরু ওভারব্রিজে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান ২৩ জন। জখম হন ৩০ জনেরও বেশি মানুষ। একথা বুধবার জানান পশ্চিম রেলের প্রধান মুখপাত্র রবীন্দ্র ভাকর।
ওই ছাত্রী ভিলে পার্লেতে কোচিং ক্লাসে যাচ্ছিলেন। ধাক্কাধাক্কিতে পড়ে গেলেও কোনওরকমে নিজেকে বের করে আনেন তিনি। ভাকর বলেন, ভুল শোনাই দুর্ঘটনার একমাত্র কারণ কিনা তা এখনই বলা সম্ভব নয়। অন্য জখম যাত্রীদের এবং স্থানীয়দের বয়ানও নেওয়া হবে।
কারণ কয়েকজন যাত্রী দাবি করেছেন, শর্ট সার্কিটের গুজবে আতঙ্কিত মানুষরা হুড়োহুড়ি শুরু করেন। দুর্ঘটনার সময় উপস্থিত মানু্ষদের বয়ান দিতে আবেদন করে বিজ্ঞাপন দিয়েছে মুম্বাইয়ের পশ্চিম রেল। সেই বিজ্ঞাপনে বলা হয়েছে, গুরুতর আহতদের বয়ান তাদের কাছে গিয়েই নেবেন তদন্তকারীরা।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৭/ তাফসীর