আমেরিকার লাস ভেগাসে কনসার্টে হামলাকারী স্টিফেন প্যাডকের গার্লফ্রেন্ড মারিলউ ড্যানলি। স্টিফেন প্যাডকের গুলিতে গত রবিবার লাস ভেগাসে ৫৮ জন নিহত হয়। আহত হন প্রায় ৫০০ মানুষ।মারিলউ ড্যানলি জানিয়েছেন, তার শান্ত, যত্মশীল ও শান্ত প্রেমিক এমন কাজ করবে সে বিষয়ে ধারণাই ছিল না তার।
ঘটনার পর গুলি করে আত্মহত্যা করেন স্টিফেন। পুলিশের ধারণা, প্রথমে আত্মহত্যা নয়, স্টিফেন প্যাডক পালিয়ে যেতে চেয়েছিলেন। পরে আত্মহত্যা করেন।
বুধবার সংবাদ সম্মেলনে ক্লার্ক কাউন্টি শেরিফ জোসেফ লোম্বার্ডো জানান, 'উন্মুক্ত কনসার্টে স্টিফেন প্যাডক কেন গুলি ছুড়েছিলেন তা এখনো স্পষ্ট নয়।' সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা