দীর্ঘদিনের আন্দোলনের পর এবার স্বাধীনতার ঘোষণা দিতে যাচ্ছে স্পেনের স্বায়ত্বশাসিত অঙ্গরাজ্য কাতালোনিয়া। আগামী সোমবার প্রদেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিচ্ছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্সের।
এর আগে কাতালোনিয়ার ‘স্বাধীনতা ঘোষণা অল্প ক’দিনের ব্যাপার’ বলে মন্তব্য করেন অঞ্চলটির প্রেসিডেন্ট কার্লেস পুইগডেমন্ট। স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় তিনি ইঙ্গিত দেন, ক’দিনের মধ্যেই কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করবে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সোমবার পার্লামেন্টে স্বাধীনতা প্রশ্নে বিতর্ক হবে। একইসঙ্গে এ সংক্রান্ত বিলে পার্লামেন্ট সদস্যদের ভোট দিতে আহবান জানানো হয়েছে। গত রোববার (১ অক্টোবর) রক্তঝরা নানা ঘটনার মধ্য দিয়ে গণভোট হয়। সেই গণভোটে ভোটাররা স্বাধীনতার পক্ষে রায় দেন।
স্বাধীনতাপন্থী দল পপুলার ইউনিটি ক্যান্ডিড্যাসি পার্টির এমপি মিরেইয়া বয়া ট্যুইট বার্তায় জানান, সোমবার পার্লামেন্টে স্বাধীনতার বিষয়টি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, কাতালোনিয়া স্পেনের একটি স্বায়ত্বশাসিত অঙ্গরাজ্য। এটি বার্সেলোনা, গিরোনা, লেইদা এবং তারাগোনা-এই চারটি প্রদেশ নিয়ে গঠিত। এর রাজধানী এবং সর্ববৃহত্ শহর বার্সেলোনা, যা মাদ্রিদের পর স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এর আয়তন ৩২ হাজার ১১৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৭৫ লাখ ৩৫ হাজার ২৫১।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর ২০১৭/হিমেল