ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বিপাকে দক্ষিণী ছবি ও বলিউডের খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ। দেশটির এক আইনজীবী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
লখনউ হাইকোর্টে ৭ তারিখ মামলাটির শুনানি। সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা নিয়ে প্রধানমন্ত্রী মুখ না খোলায় তাঁর সমালোচনা করেন ৫২ বছরের এই অভিনেতা। প্রধানমন্ত্রীর অবস্থান হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যারা গৌরী হত্যায় উল্লাস করছে, তাদের কয়েকজনকে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। তিনি চোখ বুজে রয়েছেন এ ব্যাপারে।
প্রকাশ রাজ আরও বলেন, গৌরী লঙ্কেশের হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং প্রতিবাদকারীদের প্রতি পুলিশের খড়গহস্ত স্পষ্টতই ভিন্নমত পোষণকারীদের প্রতি সরকারের অসহিষ্ণুতার পরিচায়ক। কাজেই এটা আমাকে পীড়া দিয়েছে। সঙ্গে এও প্রমাণ করেছে যে দেশ কোনদিকে যাচ্ছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ছাড়েননি প্রকাশ। তাঁর অভিযোগ, আদিত্যনাথের কথাবার্তা শুনলে বোঝা যায় না, তিনি মুখ্যমন্ত্রী না পুরোহিত। দক্ষিণী ছবির নামি অভিনেতা প্রকাশ রাজ ৫ বার জাতীয় পুরস্কার পেয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার