জাকির নায়েকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ আদালতে সেই চার্জশিট জমা পড়েছে। এনআইএ জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে অন্য ধর্মকে অপমান করেছে জাকির নায়েক।
জানা গেছে, এনআইএ'র সেই চার্জশিটে যুবকদের সন্ত্রাসবাদী কাজকর্মে উদ্বুদ্ধ করতে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে বক্তব্যে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। ৫৮ পাতার চার্জশিটে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও হারমোনি মিডিয়া প্রাইভেট লিমিটেড নামে নাইকের দুটি সংস্থার নাম রয়েছে।
চার্জশিটে জাকির নাইককে পলাতক হিসেবে ঘোষণা করেছে এনআইএ। আইনের হাত থেকে বাঁচতে ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে পালায় জাকির নায়েক। এরমধ্যেই বাতিল করা হয়েছে তার পাসপোর্ট। তাকে তিন বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু একবারও আসেনি জাকির নায়েক।
উল্লেখ্য গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করে বিশেষ এনআইএ আদালত। ২০১৬ সালের ১৮ জুলাই জাকিরের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করে এনআইএ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর