ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্য বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় রয়েছেন আরও অনেকে। অন্তত ১০০ জন এখানে কাজ করতেন।
এ ব্যাপারে ঘটনাস্থলে কর্মরত পুলিশ কর্মকর্তা নিকো আফিনদা জানিয়েছেন, আগুন ও বিস্ফোরণে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এই কারখানা গত প্রায় দুই মাস ধরে উৎপাদনে ছিল। যদিও তাদের অনুমোদন নেওয়া, কিন্তু আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানা স্থাপন করতে দেওয়া উচিত হয়নি বলেও মত তার।
বৃহস্পতিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে ২৫ কিলোমিটার দূরে বানটেন প্রদেশে এ ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ