পাকিস্তানের আকাশসীমায় প্রবেশকারী একটি ভারতীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাক সেনাবাহিনী।
এ ব্যাপারে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্স টুডে জানিয়েছে, পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে দাবি করেছেন, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় ভারতীয় পাইলটবিহীন বিমানটিকে ভূপাতিত করা হয়। পাকিস্তানের সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বলেও তিনি দাবি করেন।
তবে পাকিস্তানের এ দাবির ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ