কিছু শব্দ কোনো বিশেষ কারণে দুনিয়াজুড়ে জনপ্রিয়তা পাওয়া কিংবা পৃথিবীর জনসংখ্যার একটা বড় অংশের জীবনযাপনে মিশে গেছে—সাধারণত এমন শব্দকে নিয়মিতভাবে অক্সফোর্ড অভিধানে অন্তর্ভুক্ত করা হয়। সেই হিসেবে সম্প্রতি অক্সফোর্ড অভিধানে নতুন করে কয়েকটি বাংলা শব্দকে যোগ করা হয়েছে। এগুলো হলো ‘আচ্ছা’, ‘দিদি’ ও ‘আব্বা’। এছাড়া এখন পর্যন্ত ৯০০টি ভারতীয় শব্দ জায়গা পেয়েছে অক্সফোর্ড শব্দকোষে। এর মধ্যে বেশকিছু ভারতীয় খাবারের নামও স্থান পেয়েছে। যেমন, ‘গোস্ত’, ‘গুলাব জামুন’, ‘কিমা’, ‘মির্চ মসালা’।
সূত্র: জি নিউজ, আনন্দবাজার প্রত্রিকা
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৭/হিমেল