জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ক্ষমতার দ্বন্দ্বে নিজেদের বেশ কিছু সংখ্যক যোদ্ধাকে হত্যা করেছে। বৃহস্পতিবার আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে অন্তর্কোলহের জেরে স্বগোষ্ঠীর ১৫ জনের শিরশ্ছেদ করেছে বর্বর আইএস। প্রদেশের আচিন জেলার সারখ আব বাজারে এই হত্যাকাণ্ড ঘটে।
প্রসঙ্গত, পাকিস্তান সীমান্তবর্তী নাঙ্গারহারকে আইএসের অন্যতম শক্ত ঘাঁটি বলে মনে করা হয়।
এ ব্যাপারে প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানান, আইএস ১৫ জনের শিরশ্ছেদ করেছে বলে খবর মিলেছে। তবে এর বিস্তারিত কারণ জানা যায়নি।
তবে আইএস এর পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেয়া হয়নি।
উল্লেখ্য, এর আগে সিরিয়া ও ইরাকে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে একই কায়দায় স্বগোষ্ঠীর যোদ্ধাদের হত্যা করে আইএস।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ