জর্জিয়ার বটামিতে একটি সী রিসোর্টে আগুন লেগে ১২ জন নিহত হয়েছেন। ২২তলা ওই হোটেলে আগুন লেগে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
স্থানীয় স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।
খবর বলা হয়, নিহতরা শ্বাস-প্রশাস বন্ধ হয়ে মারা যান। তবে কি কারণে আগুনের ঘটনা ঘটেছিল তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৭/মাহবুব