চীনের নিম্বো এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৯.৩০টা নাগাদ আচমকাই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে নিম্বো এলাকায় অবস্থিত একটি কারখানা চত্বর। এতে অন্তত দু’জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই বোমা বিস্ফোরণের ফলে বেশ কিছু বাড়ি-ঘর এবং গাড়ি একেবারে ঝলসে গেছে। তবে এই বিস্ফোরণের পিছনে কার হাত রয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। পুরো এলাকা খালি করে দেওয়া হয়েছে। এলাকাজুড়ে চলছে চুলচেরা তল্লাশি।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ