ক্রমশ অবসাদ ঘিরে ধরছে ডন দাউদ ইব্রাহিম কাসকরকে। কারণ তিনি কিছুতেই নিজের পরিবার ও ক্ষমতাকে ধরে রাখতে পারছে না। সমস্যা আরও গভীর হয় যখন দাউদের তৃতীয় এবং একমাত্র সন্তান ৩১ বছরের মইন নওয়াজ ডি. কাসকর দাউদের ‘পারিবারিক ব্যবসা’ ছেড়ে যোগ দেন মৌলানা হিসাবে।
চলতি বছরের সেপ্টেম্বরেই তিনটি দুর্নীতি মামলায় ইকবাল ইব্রাহিম কাসকরকে গ্রেফতার করা হয়। দাউদের ছোট ভাই ইকবালকে জেরা করে পুলিশ দাউদের পরিবারের অভ্যন্তরীণ এসব দ্বন্দ্বের বিষয়ে জানতে পারে। ভারতের থানে পুলিসের এক কর্মকর্তা বলেন, ‘মইন বুঝেছিল তার বাবার বেআইনি কারবার গোটা পরিবারকে বিশ্বের কাছে বদনাম করে রেখে দিয়েছে। এমনকী পরিবারের মধ্যে অনেকেই ফেরারও।’
ইকবালই তদন্তকারীদের জানান, দাউদের পর তার এই সাম্রাজ্য ভবিষ্যতে কে সামলাবে এই ভেবেই সে দিন দিন মানসিক অবসাদে ভুগতে শুরু করেছে। কারণ তার অন্য এক ভাই আনিস ইব্রাহিম কাসকরের বয়স হয়েছে এবং তার স্বাস্থ্যও খুব একটা ভাল নেই। আর এক ভাই মারা গিয়েছে। আর কোনও বিশ্বস্ত আত্মীয়-পরিজনও নেই দাউদের, যে দাউদের পর তার সাম্রাজ্যের দেখভাল করবে।
পুলিসের এক সাবেক এনকাউন্টার বিশেষজ্ঞ কর্মকর্তা বলেন, ‘দাউদের ছেলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গত কয়েক বছরে দাউদের ব্যবসারও অনেকটাই লোকসান ঘটেছে। যদিও এটা এখনও স্পষ্ট নয় যে তার ছেলে আদৌও বাবার সঙ্গে কথা বলে কিনা।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর