ওয়াশিংটনে হাইস্পিড অামট্রাক ট্রেন লাইনচ্যুতির ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছে। এঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম ওয়াশিংটন রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুত গতির এ ট্রেনটি সোমবার সকালে লাইনচ্যুত হয়ে ব্রিজ থেকে মাউন্টস রোডের উপরে এসে পরে। এতে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়।
টোকোমা থেকে ছেড়ে আসা ওই ট্রেনে প্রায় ৭০ জন যাত্রী ছিল সংবাদে জানানো হয়।
বিডিপ্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান