বর্তমানে বিশ্বে অভিবাসীর সংখ্যা আনুমানিক ২৫ কোটি ৮০ লাখ বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। ২০০০ সালের পর থেকে এ সংখ্যা শতকরা ৪৯ ভাগ বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার দ্বিবার্ষিক এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এটি তৈরি করেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কবিষয়ক দফতর। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে রাশিয়া টুডে একথা জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক এ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে বিশ্বব্যাপী অভিবাসী বৃদ্ধির হার ছিল ২.৮ ভাগ। আর চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৪ ভাগ। আর এ হার সামান্যই বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে বেশি উপার্জনের সুযোগ রয়েছে এমন দেশগুলোতে শতকরা বৃদ্ধির অনেক বেশি। দেশগুলোতে ২০০০ সালে এ হার ৯.৬ হলেও চলতি বছর তা বেড়ে হয়েছে ১৪ ভাগ।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/হিমেল