বিতর্কিত ইস্যু 'ডোকলাম' নিয়ে ভারত-চীনের তর্ক যেন কিছুতেই মিটছে না। সম্প্রতি ডোকলাম ইস্যুতে ফের মুখ খুলল চীন। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটা বড়সড় পরীক্ষা উল্লেখ করে এই ইস্যু থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করল বেইজিং। ২০তম ভারত-চীন সীমান্ত সংক্রান্ত বৈঠক শুরু হওয়ার আগেই এই মন্তব্য করল চীন।
আগামী ২২ ডিসেম্বর মুখোমুখি হবে ভারত-চীন। ৭৩ দিনের ডোকলাম সংঘাত শেষ হওয়ার পর প্রথম এই ধরনের বৈঠক হচ্ছে। তাই এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত থাকবেন এনএসএ অজিত দোভাল আর চীনের পক্ষে থাকবেন স্টেট কাউন্সিলর ওয়াং জেইচি।
বৈঠকে শুধুমাত্র সীমান্ত সংক্রান্ত আলোচনাই হবে না, উচ্চপর্যায়ে কথা হবে কূটনৈতিক ইস্যু নিয়েও। সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। আন্তর্জাতিক ও স্থানীয় ইস্যুও উঠে আসবে বৈঠক টেবিলে। হুয়া বলেন, ২০১৭ তে ভারত ও চীনের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু ডোকলাম ইস্যু সেই সম্পর্কে আঘাত দেয়। আগামি দিনে এই ধরনের ঘটনা এড়াতে এই ইস্যু থেকে শিক্ষা নিতে হবে। কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার