মেক্সিকোতে বাস উল্টে বিদেশি নাগরিকসহ ১২ পর্যটক নিহত ও অপর ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার বাসটি মার্কিন প্রমোদ তরী থেকে পর্যটকদের নিয়ে মেক্সিকোর একটি প্রত্মতাত্ত্বিক স্থানে যাওয়ার সময় রাস্তার পাশে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রাজ্য কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, কুইন্তানা রো রাজ্যের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, সুইডেন ও ব্রাজিলের নাগরিক রয়েছে। তবে তাদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছে বা তাদের বয়স কত সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।
মেক্সিকো কর্তৃপক্ষ নিহতদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তবে বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, নিহতদের বেশীর ভাগই মার্কিন নাগরিক।
ওই সূত্র আরও জানায়, আহতদের মধ্যে আটজন মার্কিন, তিনজন ব্রাজিল ও দুইজন সুইডেনের নাগরিক রয়েছে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম