ইয়েমেনে চলতি মাসে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয়ের মুখপাত্র রবার্ট কোলভিলে মঙ্গলবার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ৪ ডিসেম্বর হুথি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ নিহত হওয়ার পর নতুন করে এ অভিযোন শুরু করে সৌদি জোট। এতে গত ১১ দিনে শতাধিক নিহতের পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন।
এর আগে, হুথি বিদ্রোহীদের গ্রেনেড ও বন্দুক হামলায় সালেহ নিহত হওয়ার পর বিদ্রোহীরা প্রকাশ্যে সৌদি জোটের সঙ্গে আলোচনার ইচ্ছা জানায়।
প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে নিতে ২০১৫ সালে থেকে দেশটিতে অভিযান শুরু করে সৌদি জোট। গত দুই বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব