মালির উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় সরকার সমর্থক গেরিলা দলের তিন সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রে শনিবারের এ হামলার কথা নিশ্চিত করা হয়েছে।
মালির নিরাপত্তা বাহিনীর সূত্রে বলা হয়েছে, ‘নাইজার সীমান্তের কাছে আন্ডেরামবোউকানেতে সন্ত্রাসীদের হামলায় গাতিয়া গ্রুপের তিন সদস্য নিহত হয়েছে।’
উল্লেখ্য, অস্থিতিশীল এই অঞ্চলটিতে জঙ্গিরা দুই জিম্মিকে ছেড়ে দেয়ার একদিন পর এই ঘটনাটি ঘটল।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ