যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ নভোচারী জন ইয়ং আর নেই। শুক্রবার ৮৭ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া রোগে ভুগছিলেন এ নভোচারী।
নাসার প্রধান রবার্ট লাইটফুট এক বিবৃতিতে জানান, ‘আজ নাসা এবং বিশ্ব একজন অগ্রগামীকে হারিয়েছে।’ তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি জেমিনি, অ্যাপোলো এবং মহাকাশযান কর্মসূচি অভিযানে করেছেন।ইয়ং তার জীবনে ৬ বার সফলভাবে নভোযান পরিচালনা করেন। ১৯৬৯ সালে অ্যাপোলো ১০ মিশন পরিচালনায় সহযোগী ছিলেন এবং ১৯৭২ সালে ১২ জন নভোচারী নিয়ে প্রথমবার সফলভাবে চাঁদে অবতরণ করেন জং ইয়ং।
উল্লেখ্য, ইয়ং ১৯৩০ সালে সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। তিনি জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে এরিনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ডিগ্রি অর্জন করেন। তারপর মার্কিন নৌবাহিনীতে পরীক্ষামূলক পাইলট হিসেবে কাজ করেন।
বিডিপ্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান