সিরিয়ার পূর্বাংশে সরকারি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসময় প্রায় ১শ’ সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দেইর আল-জুর অঞ্চলে সিরিয়ান সেনাদের একটি হামলার পর ওই পাল্টা হামলা চালানো হয়। সিরিয়ার সেনারা যে বিদ্রোহী স্থাপনাটিতে হামলা চালিয়েছিল সেখানে মার্কিন সামরিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
এদিকে সিরিয়ার সংবাদমাধ্যম এর নিন্দা করে বলেছে, এটি হচ্ছে সন্ত্রাসবাদের সমর্থনে এক নতুন আগ্রাসন।
এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে সিরিয়াতে বিভিন্ন দেশের সামরিক উপস্থিতি একটি বিপজ্জনক অবস্থা তৈরি করেছে। সিরিয়ায় এখন ইসলামিক স্টেট প্রায় সম্পূর্ণ পরাজিত হয়েছে, কিন্তু সেখানে বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ছাড়াও মার্কিন, তুর্কি, রুশ এবং ইরানী সেনাদল রয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ