রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হয়েছেন দুই মাস হল। কিন্তু এখনো প্রবীন নেতা ও শরিক দলের অনেকে রাহুলে স্বচ্ছন্দ হতে পারছেন না। তারা সদ্য সাবেক প্রেসিডেন্ট রাহুলের মা সোনিয়া গান্ধীর ওপরই নির্ভর করতে চান।
তাই রাহুলের কর্তৃত্ব বাড়াতে এবার ময়দানে নামলেন সোনিয়া। কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে সোনিয়া বলেছেন, রাহুল আমারও বস! এ নিয়ে কোনো সন্দেহ নেই।
আগামী সংসদ নির্বাচনে দলকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন ৭১ বছর বয়সী সোনিয়া। প্রায় ১৯ বছর কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সোনিয়া।
গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেন রাহুল। বর্তমানে কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া দলের প্রেসিডেন্ট ও সমমনা সবার সঙ্গে কাজ করার অঙ্গীকারও করেছেন।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা