পাকিস্তানে গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে ভারতের বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন অভিযুক্ত অরুণ মারওয়া (৫১)-কে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ। তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে স্থানীয় এক আদালত। তার বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় অরুণ মারওয়ার ওপর নজরদারি শুরু হয়। গত ৩১ জানুয়ারি ওই কর্মকর্তাকে প্রথমে আটক করে বিমান বাহিনীর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা। বাজেয়াপ্ত করা হয় তার স্মার্টফোন। এরপর দফায় দফায় জেরা করা হয় তাকে। শেষে গত বুধবার অভিযুক্ত কর্মকর্তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দিল্লি পুলিশের সদস্যরাও অভিযুক্ত কর্মকর্তাকে টানা জেরা করে। অবশেষে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর অরুণ মারওয়া-কে গ্রেফতার করা হয়।
দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (স্পেশাল সেল) এম.এম.ওবেরয় জানান, সরকারি গোপনীয়তা আইনে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তী তদন্ত চলছে।
জানা গেছে, দুইটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট মারফত এক নারী আইএসআই চরের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন অরুণ মারওয়া। অভিযোগ তিনিই ভারতীয় বিমান বাহিনীর গোপন নথি পাকিস্তানের হাতে তুলে দিতেন। প্রাথমিক তদন্তের পরই তার বিরুদ্ধে দিল্লির লোধি কলোনি পুলিশ থানায় এফআইআর দায়ের করা হয়। যৌন চ্যাটের পরিবর্তে ওই কর্মকর্তা নির্দিষ্ট কিছু তথ্য বিনিময় করতেন যদিও দুই জনের মধ্যে কোন আর্থিক লেনদেনের কোন প্রমাণ পাওয়া যায়নি।
তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা অরুণ মারওয়ার মোবাইল ফোন থেকে কিছু আপত্তিকর সংলাপ ও ছবি খুঁজে পেয়েছি।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা