অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৫৬ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাতের দায়ে ২৬ বছর বয়সী বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। মোমেনা সোমা নামে ওই নারীর বিরুদ্ধে ইসলামিক স্টেটের আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। মোমেনাকে এখন পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার অনলাইন এবিসি নিউজের এক খবরে বলা হয়েছে, মোমেনা সোমা গত ১লা ফেব্রুয়ারি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে যায়। সেখানে মিলি পার্ক এলাকায় ৫৬ বছর বয়সী এক ব্যক্তির একটি রুম ভাড়া নেয় সে।
সেখানেই ঘটে এ ঘটনা।
পুলিশ বলেছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে ওই ব্যক্তির বাড়ি থেকে পুলিশে ফোন করে বিষয়টি জানানো হয়। পুলিশ গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে। তিনি ঘুমিয়ে থাকার সময় তার ওপর মোমেনা ছুরিকাঘাত করে। এতে তার কাঁধে ক্ষতের সৃষ্টি হয়। এ সময় মোমেনা একটি কালো বোরকা পরা ছিল বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। সেখানে তার অপারেশন হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। হামলার সময় বাড়িতে ওই ব্যক্তির ছোট মেয়ে উপস্থিত ছিল। তবে তার ওপর কোনো হামলা হয়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন