ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত সিরিয়ার সামরিক বাহিনী। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরাইলি জঙ্গিবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
বিভিন্ন গনমাধ্যম সূত্রে জানা যায়, এর আগে আজ সকালেই ইসরাইলি জঙ্গিবিমান থেকে সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।
এদিকে, ইসরাইল কর্তৃপক্ষ তাদের জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। পাশাপাশি, জঙ্গিবিমানের দুই পাইলট বেঁচে গেছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি করছে তেলআবিব।
বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ