ক্ষমতার পালাবদল ঘটেছে মালয়েশিয়ায়। বারিসান ন্যাশনালকে হারিয়ে ক্ষমতায় এসেছে পাকাতান হারাপান। পাকাতান হারাপান দলটির প্রতিষ্ঠাতা হচ্ছেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী ও রাজনৈতিক বন্দি দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। আর সেই দলের হয়েই ১৪তম নির্বাচনে জয় পেয়েছেন মাহাথির মোহাম্মদ। আর নির্বাচনে জয়ের পরই আনোয়ার ইব্রাহিমের সাধারণ ক্ষমার বিষয়টি নিয়ে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির।
মাহাথির বলেছেন, ‘তিনি (আনোয়ার ইব্রাহীম) জুন মাসে মুক্তি পাবেন। ক্ষমা ঘোষণার পর তিনি ফের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করবেন। তবে তার আগে নির্বাচনের মাধ্যমে তাকে পার্লামেন্টের সদস্য হতে হবে।
মালয়েশিয়ার দুই কিংবদন্তী পুরুষের নাম মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম। ৯০ এর দশকে হাতে হাত রেখে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়িয়েছেন উভয়ে। কিন্তু এক সময় দূরত্ব তৈরি হতে থাকে দুইজনের মধ্যে। আদর্শিক দিক থেকে বলতে গেলে একে অন্যের শত্রুতে পরিণত হন এক পর্যায়ে এসে। শত্রুতা তৈরিতে অবশ্য প্রধান ভূমিকা ছিল মাহাথিরেরই।
ইসলামপন্থী আনোয়ার থেকে দূরে থাকতে এবং নিজের পশ্চিমামুখী রাজনীতিকে টিকিয়ে রাখতে নিজের ক্ষমতা প্রয়োগ করেন মাহাথির। সমকামিতার অভিযোগ এনে আনোয়ারকে জেলে ঢুকানো হয়। যদিও সৎ ও অত্যন্ত ধার্মিক হিসেবে পরিচিত আনোয়ারের বিরুদ্ধে এমন হাস্যকর অভিযোগ আনার কারণে সমালোচিত হয় তৎকালীন সরকার। মাহাথির মোহাম্মদের সরকারের দ্বারা বহু বছর জেল খাটার পর মুক্তি পেয়ে আরো জনপ্রিয় হয়ে ওঠেন ইসলামপন্থী এই নেতা।
২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদ। বর্তমানে ৯২ বছর বয়সে আবার নির্বাচনে লড়েছেন। বারিসানকে হারিয়ে ক্ষমতার মসনদে এসেছেন এ নেতা।
বিডি-প্রতিদিন/ ই-জাহান