সিরিয়ার বিভিন্ন এলাকায় রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়ার পাঁচ ও মিত্র বাহিনীর আরও ১৮ সৈন্যসহ অন্তত ২৩ যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার বিট্রেন-ভিত্তিক সিরিয়ান ওবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ওই হামলায় একজন কর্মকর্তাসহ পাঁচ সিরিয়ান সেনা নিহত হয়েছে। হতাহতদের মধ্যে সিরিয়া ও বিদেশি যোদ্ধারাও রয়েছে। খবর এএফপি’র।
গত রাতে সিরিয়ায় ইরানের বেশকিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৮/এনায়েত করিম