ইরানের সাথে বিদেশি বিভিন্ন কোম্পানির বাণিজ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুনরায় অবরোধ আরোপের নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ইস্যুতে ওয়াশিংটন ও তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। খবর এএফপি’র।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার যুগান্তকারী চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন এবং তিনি তেহরান ও দেশটির সাথে বিভিন্ন কোম্পানির বাণিজ্যের বিরুদ্ধে পুনরায় অবরোধ আরোপের ঘোষণা দেন।
বৃহস্পতিবার ফ্রান্সের শীর্ষ কূটনীতিক জিয়ান-ইয়েভস লি ড্রিয়ান যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত কোনো দেশের কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোনো অবরোধ আরোপের ক্ষেত্রে ওয়াশিংটনের তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর সাথে আলোচনা করা প্রয়োজন।
তিনি ফরাসি দৈনিক লি পারিসিয়েন’কে বলেন, ‘আমরা মনে করি যে তাদের অবরোধ পদক্ষেপের অতিরাষ্ট্রিকতা অগ্রহণযোগ্য।’
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের দেশের কোনো ক্ষতি মেনে নেবে না।’
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/এনায়েত করিম