জাপানের নগানো অঞ্চলে রিখটার স্কেলে ৫.১ মাত্রার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গ্রিনিচ মান সময় ০১:২৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে শনিবার জাপানের আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের মধ্যাঞ্চলীয় নগানোর উত্তরে ৩৬.৬ ডিগ্রী অক্ষাংশ ও ১৩৭.৯ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। এতে সুনামিরও কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৮/ ওয়াসিফ