ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। শনিবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শুক্রবার সন্ধ্যার দিকে রাজ্যের আরঙ্গবাদ জেলার জিওরাই তান্ডা গ্রামের কাছে লোকদের বহনকারী একটি গাড়ির সঙ্গে পানিবাহী একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি জানান, আহত দুজনকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় যাত্রীবাহী গাড়িটি অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম