ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এক সদস্য (সিআরপিপি) নিহত ও একজন বেসামরিক লোক আহত হয়েছে। শনিবার এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৩৫ কিলোমিটার দূরে পোলওয়ামা জেলার তাকিয়া-ওয়াগান এলাকায় এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।
পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়া বলেন, ‘সিআরপিপি সদস্যরা রাতে গ্রামের একটি গোপন জঙ্গি আস্তানা ঘিরে ফেলে। ভোর রাতে উভয়ের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। এসময় একজন নিহত হয়।”
পুলিশ জানায়, তিন জঙ্গি এক পর্যায়ে আধা সামরিক বাহিনীর ঘেরাও ভেঙে ফেলতে সক্ষম হয়। তারা দ্রুততম সময়ে এলাকা ত্যাগ করে।
বন্দুকযুদ্ধে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তি বাড়ির একজন মালিক।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/এনায়েত করিম