মালয়েশিয়ার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক বলেছেন, '১৪তম জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর শনিবার তিনি 'সাময়িক বিরতিতে' দেশের বাইরে যেতে চেয়েছিলেন।' তিনি এমন সময় এ কথা জানালেন যখন প্রাইভেট বিমানে গোপনে তার দেশ ত্যাগ নিয়ে দেশটিতে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছিল।
এক টুইট বার্তায় নাজিব বলেন, আমি একটু সাময়িক বিরতি নিতে চেয়েছিলাম, আমার পরিবার ও স্ত্রী'র সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। কারণ গত কয়েকবছর আমি পরিবারকে খুব একটা সময় দিতে পারিনি।'
তিনি আরও বলেন, 'আমি প্রার্থনা করি, বিভেদের অবসানের পর আমাদের দেশ আবারও ঐক্যবদ্ধ হবে। আমি যে কোনও ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাচ্ছি, এবং এই মহান দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানাই।
এর আগে আজ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় খবর বের হয়, আজ সকালে কুয়ালালামপুরের একটি বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে নাজিব ও তার স্ত্রী রুসমাহ মনসুর ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করছেন। এমনকি আজ শনিবার রাজধানীর কাছে সুবাং নামের একটি ছোট বিমানবন্দর থেকে একটি ইন্দোনেশিয়ান প্রাইভেট জেটে সে দেশের উদ্দেশে দেশ ছাড়তে তারা উপস্থিত হন। পুলিশ বিমানবন্দরটি কড়া নিরাপত্তায় পাহারা দিচ্ছিল।
উল্লেখ্য, দীর্ঘ ৬১ বছর ক্ষমতায় থাকা নাজিবের বারিসান ন্যাশনাল সম্প্রতি জাতীয় নির্বাচনে মাহাথির মোহাম্মদের দলের কাছে হেরে যায়। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, দুর্নীতির ও আর্থিক কেলেঙ্কারির জেরে অভিযুক্ত নাজিব ও তার স্ত্রী দেশ ছেড়ে পলায়ন করতে পারেন।
সূত্র: দ্য জাকার্তা পোস্ট
বিডি-প্রতিদিন/ ই-জাহান