ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সম্প্রতি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন জেনারেলও রয়েছেন। রবিবার তাদের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
এই দুই জেনারেলের বিরুদ্ধে আট সৈন্য ও এক বেসামরিক লোকের একটি দলের নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে।
ওই দুই সেনা কর্মকর্তার আইনজীবী আলফোনসো মেদিনা রোয়া বলেন, সামরিক আদালতে তাদের বিরুদ্ধে ‘জন্মভূমির বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি, বিদ্রোহে উস্কানি প্রদান ও সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।’
মানবাধিকার সংগঠন এনজিও ফোরো পেনাল এই গ্রেফতারকে রাজনৈতিক আটক হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি ৩৫০ জনকে আটকের কথা উল্লেখ করে। এদের মধ্যে ৭০ সেনা সদস্য রয়েছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান