ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
সংশ্লিষ্ট অফিস বলছে, রবিবার সন্ধ্যা থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরসহ বিভিন্ন আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র ঝড় শুরু হয়। এসময় প্রচণ্ড বাতাসে গাছপালাসহ বেশ কয়েকটি ঘর ও অসংখ্য বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। এছাড়া বজ্রবৃষ্টিতে ১১ জনের প্রাণহানি আর ব্যাপক ক্ষতি হয় রাঁচির আশপাশ এলাকায়।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/আরাফাত