ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে খ্যাত রুশ সাংবাদিক আরকাদি বাবচেঙ্কোকে ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলি করে হত্যা করা হয়েছে।
ইউক্রেনের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় ৪১ বছর বয়সী ওই সাংবাদিককে দেখতে পান তার স্ত্রী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
বাবচেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে বেশ পরিচিত ছিলেন। এছাড়াও রাশিয়ান সামরিক প্লেন ক্র্যাশ নিয়ে সংবাদ করায় ২০১৬ সালে তাকে হত্যারও হুমকি দেওয়া হয়েছিল। এরপর তিনি নিজ দেশ ছেড়ে পালিয়ে গিয়ে কিয়েভে স্থান নেন।পেশাগত দায়িত্ব পালনের কারণেই বাবচেঙ্কোকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাশিয়ার চেচনিয়ার যুদ্ধে অংশ নেওয়া সাবেক রুশ সৈনিক বাবচেঙ্কো নিজ দেশে যুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। পরে ইউক্রেন ও সিরিয়া নিয়ে রাশিয়ান বিভিন্ন নীতির সমালোচনা করার পর গত বছর দেশ ছেড়ে পালান ‘জীবন শঙ্কিত’ এ সাংবাদিক।
বিডি-প্রতিদিন/ ই-জাহান