ভুয়া ভারতীয় নোট পাচারের অপরাধে দুই তুর্কী নাগরিককে ৭ বছরের সাজা দিল ভারতের একটি আদালত। শুক্রবার দিল্লির সিবিআই’এর বিশেষ আদালত তাদের এই সাজা দেয়। পাচারের অর্থমূল্য ১.৫ কোটি রুপি।
সিবিআই’এর মুখপাত্র আর.কে.গৌর জানান, ‘ভুয়া ভারতীয় নোট থাকার কারণে দিল্লির বিশ্বাসনগরের কারকারদুমা আদালতের অ্যাডিশনাল শেসন জাজ হুসেন কোরোগুলু এবং মেহমেট ইয়ামান নামে দুই তুর্কী নাগরিককে এবং তাদেরকে সহায়তা করার অপরাধে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা মোহম্মদ আনওয়ার-কে ৭ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককেই ২ লাখ রুপি জরিমানাও করা হয়েছে’।
সিবিআই’এর মুখপাত্র আরও জানান, ‘তুর্কী সরকারের নিবন্ধিত ৩৪এলজেড ১৮৭ নম্বর মার্সিডিজ বাসটিকে ২০১১ সালে দিল্লিতে সিবিআই ও ডিরেক্টরেট অব রেডিভনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) যৌথভাবে ওই বাসটির গতিপথ আটকায়। ওই বাসটির পিছনের চাকার কাছে কুলিং ইউনিটের ভিতর একটি কাগজে মোড়ানো ছিল ওই রুপির বান্ডিল। তাতে ভারতীয় ৫০০ রুপি নোটের প্রায় ১ কোটি ৫৪ লাখ রুপি ছিল। জানা যায় সরিষা রঙের কাগজের মোড়কে সম আয়তনের ছয়টি আয়তকার কাগজের বাক্সে ওই ভুয়া ভারতীয় রুপি ছিল’।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৮/মাহবুব