চীন তার প্রতিবেশীদের ভয় দেখাতে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। সিঙ্গাপুরে বক্তৃতাকালে জেনারেল ম্যাটিস জানান, বেইজিংয়ের কর্মকাণ্ড তার বৃহৎ উদ্দেশ্যগুলোকে প্রশ্নবিদ্ধ করছে।
এ সময় ম্যাটিস জানান, সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আগামী ১২ জুনের সম্মেলনে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়টি আলোচনা হবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ চায়।
প্রসঙ্গত, একটি চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন সেনা রয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ২ জুন ২০১৮/ ওয়াসিফ