স্বেচ্ছায় ফিরতে চাইলে বাংলাদেশ থেকে সাত লাখ রোহিঙ্গার সবাইকে ফেরত নিতে মিয়ানমার রাজি আছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাং তুন। শনিবার সিঙ্গাপুরে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
থাং তুন বলেন, যদি স্বেচ্ছায় সাত লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়, তাহলে আমরা তাদের গ্রহণ করতে রাজি আছি।
সংলাপে মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয়, দেশটির রাখাইন রাজ্যের পরিস্থিতিতে কী জাতিসংঘের সুরক্ষা দায়বদ্ধতা (আরটুপি) কাঠামো চালু হতে পারে? ২০০৫ সালে জাতিসংঘ সম্মেলনে কথিত ওই আরটুপি ফ্রেমওয়ার্ক গৃহীত হয়; যেখানে গণহত্যা, যুদ্ধাপরাধ, জাতিসংঘ নিধন ও মানবতাবিরোধী অপরাধ থেকে নিজেদের জনগণকে রক্ষায় সম্মতি জানায় সদস্য দেশগুলো।
ওই ফ্রেমওয়ার্কে এই অঙ্গীকার রক্ষায় একে অপরকে উৎসাহ দেওয়া ও সহযোগিতার সমন্বিত দায়িত্ববোধের কথা বলা হয়েছে।
মিয়ানমারের রাখাইনে নিপীড়নের শিকার হয়ে গত কয়েক দশকে বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে গত বছর ২৫ আগস্ট রাখাইনে নতুন করে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে আরও সাত লাখের বেশি রোহিঙ্গা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম