ক্রমশই ছড়িয়ে পড়ছে কর বৃদ্ধি ও কৃচ্ছতা সাধনের প্রতিবাদে জর্ডানের বিক্ষোভ। তৃতীয় রাতের মতো বিক্ষোভ হয়েছে। রাজধানী আম্মানে মন্ত্রিসভার অফিসে কাছাকাছি যেতে বিক্ষোভকারীদের বাধা দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে ও রাস্তা আটকে দেয়। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সব পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে বিক্ষোভকারীরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত নতুন এই কর বিলের কারণে দরিদ্র ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হবে।
বিক্ষোভে অংশ নিয়ে শত শত বিক্ষোভকারী সরকারবিরোধী স্লোগান দেয়। এসময় তারা প্রধানমন্ত্রী হানি মুলকিকে সরিয়ে দিতে বাদশাহ আব্দুল্লাহ’র প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীরা মন্ত্রিসভার অফিসের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায়।
জর্ডানের কয়েকটি প্রাদেশিক শহরেও বিক্ষোভ হয়েছে। সেখানেও পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতি জর্ডানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেতন কমছে। এর আগে শুক্রবার বাদশাহ আব্দুল্লাহ’র হস্তক্ষেপে জ্বালানি দাম বৃদ্ধি আটকে দেয়া হয়। যদিও বিক্ষোভকারীদের মূল ক্ষোভ প্রস্তাবিত এই কর বিলের ওপর। তাদের আশঙ্কা এ ধরনের কোনো আইন পাস হলে জীবনযাত্রার মান আরও খারাপ হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ৩ জুন ২০১৮/ ওয়াসিফ