পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা অফুরন্ত এটিএমের মত ব্যবহার করে বলে জানালেন মার্কিন ডিফেন্স কনট্রাক্টর তথা একসময়ের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র এজেন্ট রেমন্ড দাভিস।
সম্প্রতি “The Contractor” নামে দাভিসের লেখা একটি বইতে এই তথ্য প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থা চাক্ষুষ করেছিলেন দাভিস। সেই অভিজ্ঞতা থেকেই এই বই লিখেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন যে মার্কিন অনুদানের টাকা পাকিস্তানের সাধারণ নাগরিকদের জন্য নয়, খরচ হয় সামরিক খাতেই। যার ফলে দারিদ্র্য থেকেই যায় দেশটিতে
যুক্তরাষ্ট্র পাকিস্তানকে প্রচুর পরিমাণ টাকা দেয়, যার কোনও হিসেব নেই। এমনটা উল্লেখ করে দাভিস বলেন, পাকিস্তান ঠিক যেন বড়লোক বাবা-মায়ের বখাটে সন্তান। উল্লেখ্য একসময় দুই পাকিস্তানিকে খুন করার অভিযোগ পাকিস্তানে গ্রেফতার করা হয়েছিল এই দাভিসকে, যা পাক-মার্কিন সম্পর্কে আঘাত করেছিল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর