উত্তর ইউরোপের নরওয়ে, ডেনমার্কের মতো দেশে আশ্চর্যজনকভাবে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে ত্রিশের ঘরে! আপাতত এ নিয়েই কপালে চিন্তার ভাঁজ পরেছে আবহাওয়া বিজ্ঞানীদের।
১৮৮৯ সালে শেষ বার ডেনমার্কে মে মাসে গড় তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এর পর থেকে প্রায় ১৩০ বছর পার করলেও কখনও এই তাপমাত্রা ছাড়ায়নি। চলতি গ্রীষ্মে মে মাসের গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রোজ্বল দিনের জন্য এ মধ্যে রেকর্ড গড়ে ফেলেছে স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটি। টানা ৩৪৮ ঘণ্টা সূর্য দেখা গিয়েছে এখানে। যদি সব ঠিক থাকে, তবে রেকর্ড ৩৬০ ঘণ্টাও ছাড়াতে পারে।
আরও এককাঠি ওপরে উঠে নতুন রেকর্ড গড়েছে ‘নিশীথ সূর্যের দেশ’ নরওয়ে। জুন মাস থেকে এ দেশে সরকারিভাবে গ্রীষ্ম শুরু হয় ঠিকই, কিন্তু মে মাসেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম নরওয়ের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের তীরে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন হঠাত্ বদলে যাওয়া সূর্যের ছোঁয়া পেতে। বছরের এ সময়টা ও দেশে দিন বা রাতের তফাত বিশেষ একটা বোঝা যায় না। ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে। কিন্তু এত গরম কখনই থাকে না।
এমনিতে দুই মেরুর বরফ উল্লেখযোগ্য হারে গলছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের পানির স্তর। এমন পাল্টে যাওয়া আবহাওয়ার পেছনে বিশ্ব উষ্ণায়নই দায়ী কিনা তা নিয়ে অবশ্য গবেষণা চলছে। তবে এটা যে অন্যতম কারণ তা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/হিমেল