উত্তর কোরিয়ায় সফর করার পরিকল্পনা করছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সফরটির জন্য এখনো কোন নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। তবে সফরটি সম্পন্ন হলে, কিম জং উন ক্ষমতায় আসার পর এটাই হবে উত্তর কোরিয়ায় কোন বিদেশী রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। তবে তিনি কখন যাবেন খবরে তা পরিষ্কার করা হয়নি।
বাশার আসাদের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, আমি উত্তর কোরিয়া সফরে যাচ্ছি এবং কিম জং উনের সঙ্গে বৈঠক করব।
পত্রিকাটি বলেছে, এ সফর অনুষ্ঠিত হলে তা হবে উত্তর কোরিয়া ও তার প্রতিবেশী এবং মিত্রদের মধ্যে কূটনৈতিক ক্ষেত্রে বিরাট ঘটনা।
সিরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং উত্তর কোরিয়ার গণমাধ্যম প্রায়ই খবর দিয়ে থাকে যে, নানা উপলক্ষে বিশেষ করে জাতীয় দিবস ও বার্ষিকীতে দু নেতা শুভেচ্ছা বিনিময় করে থাকেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ৩০ মে উত্তর কোরিয়ার নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের সময় প্রেসিডেন্ট আসাদ উত্তর কোরিয়া সফরের কথা জানিয়েছেন। সে সময় তিনি উত্তর কোরিয়ার নেতার কূটনৈতিক দক্ষতার প্রশংসা করেছেন।
বিডি প্রতিদিন/০৩ জুন ২০১৮/আরাফাত