ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি প্রদেশে অবৈধ স্বর্ণ খনি এলাকায় ভূমিধসে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে দেশটির এক সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, প্রচুর বর্ষণের কারণে বোলাং ম্যাগোন্দো জেলার বাকান গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে।
তিনি জানান, ছয়টি মরদেহের মধ্যে পাঁচটি উদ্ধার করা সম্ভব হলেও বাকি লাশটি উদ্ধার করা যায়নি।
এ ঘটনায় নিখোঁজ একজনের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম