বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছেক্ষিমতাধর দেশগুলো। চলছে গবেষণা আর ভয়ঙ্কর সব মহড়া। তারই জের ধরে প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব বেড়ে চলার প্রেক্ষিতে বেইজিংকে শক্তি দেখানোর জন্য বিশাল যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য।
জানা গেছে, যুক্তরাজ্যের বিশাল আকারের এইচএমএস কুইন এলিজাবেথ যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরে পাঠানোর জন্য অস্ট্রেলিয়ার সাথে ইতিমধ্যে আলোচনা করছে ব্রিটেন। অস্ট্রেলিয়ার সেনাদের পাশাপাশি ওই এলাকায় ব্রিটিশ যুদ্ধজাহাজও মোতায়েন থাকবে।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেরিস পায়ানে, পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন এবং এডিনবার্গ ও স্কটল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সাথে আলোচনা করেন। পরে এক সংবাদ সম্মেলনে উলিয়ামসন বলেন, আমরা আশা করছি প্রশান্ত মহাসাগরে এইচএমএস কুইন এলিজাবেথ মোতায়েন করব এবং একসাথে কাজ করব। আমরা সারা বিশ্বকে দেখাতে চাই যে, আমরা দুই দেশ ঘনিষ্ঠ মিত্র।
তবে এ পরিকল্পনা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না, ২০২০ সাল নাগাদ জাহাজটি মোতায়েন করা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, রাজকীয় ব্রিটিশ নৌবাহিনীর জন্য তৈরি এ যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ কুইন এলিজাবেথ যুদ্ধজাহাজ।
বিডি প্রতিদিন/ ২৪ জুলাই ২০১৮/ ওয়াসিফ