আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করেছে। বিমানটি উড্ডয়নের পর রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার যাওয়ার পর কেবিনে চাপ কমতে থাকে (ড্রপ ইন কেবিন প্রেসার)। এ অবস্থায় বিমানটি এজেইজা বিমানবন্দরে ফেরত যায়।
বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ল্যাগার্দকে বহন করছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারসসের এজেইজা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। ফেরার পথে বিমানটি উড্ডয়নের ২০০ কি. মি পাড়ি দেওয়ার পরই ত্রুটি ধরা পড়ে।
স্থানীয় পত্রিকা ক্লারিন অ্যান্ড লা ন্যাসিয়ন এবং স্থানীয় টেলিভিশন স্টেশন টিএন’ জানিয়েছে, জি-২০র অর্থ মন্ত্রীদের ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করতে আর্জেন্টিনায় অবস্থান করছিলেন আইএমএফ। এ বিষয়ে আইএমএফ মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি। ওই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়েছে কিনা তাও জানা যায় নি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান