ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বর্তমান বিশ্বে আমেরিকা কোণঠাসা হয়ে পড়ছে। আর এই কোণঠাসা অবস্থাই মার্কিন শাসকদের মাত্রাতিরিক্ত ক্ষোভের কারণ।
তিনি আরও বলেছেন, মার্কিন সরকারকে এটা বুঝতে হবে যে, ইরানি জনগণের সঙ্গে কীভাবে কথা বলা উচিত। কারণ কেউ সম্মান দেখালে ইরানিরা কৃতজ্ঞতা প্রকাশ করে।
বাহরাম কাসেমি বলেন, পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে নিজেকে প্রত্যাহার করে নিয়ে আমেরিকা ভুল করেছে। মার্কিন কর্তকর্তারা ভেবেছিলেন আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা নিয়ে তারা জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদে পর্যন্ত যেতে পারবে এবং ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে। কিন্তু ইরান সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। এ কারণে মার্কিন সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকির একটা অংশ হচ্ছে অজ্ঞতাপ্রসূত। ইরানি জাতির সংস্কৃতি হচ্ছে তারা হুমকির মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলে এবং হুমকির জবাব দেয় হুমকির মাধ্যমে। মার্কিন সরকার ইরানিদের এই সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে অবহিত নয়।
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে তিনি বলেছেন, বর্তমান বিশ্বে এ ধরণের বক্তব্য অতিরঞ্জন মাত্র। এ ধরণের বক্তব্য গুরুত্ব পাবার মতো নয়।
গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে ইরানকে বলেছেন, আমেরিকাকে কখনো আর হুমকি দেবেন না। দিলে এমন পরিণাম ভোগ করবেন, ইতিহাসে যাদের সংখ্যা খুব অল্প। এর একদিন আগেই আমেরিকার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
তিনি ট্রাম্পকে বলেছেন, সিংহের লেজ নিয়ে খেলবেন না।
বিডি প্রতিদিন/২৫ জুলাই ২০১৭/আরাফাত